ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কাল নেত্রকোনায় ক্ষতিগ্রস্ত হাওড়াঞ্চল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ১৭ মে ২০১৭ | আপডেট: ১৪:২২, ১৭ মে ২০১৭


কাল নেত্রকোনায় ক্ষতিগ্রস্ত হাওড়াঞ্চল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। তার আগমন উপলক্ষ্যে হাওর এলাকার মানুষের মাঝে দেখা দিয়েছে আনন্দ। নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা কলেজ মাঠে চলছে সমাবেশের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর সফল করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। 

শস্য ও মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত নেত্রকোনার- হাওড়াঞ্চলের মানুষের স্বপ্ন কেড়ে নিয়েছে পাহাড়ী ঢল আর অসময়ের বন্যা।

খালিয়াজুরি, মদন, মোহনগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকায় এখন ক্ষতিগ্রস্ত কৃষকদের আহাজারি। অসহায় সেসব মানুষের দূর্দশা কাছ থেকে দেখতে নেত্রকোনা যাচ্ছেন প্রধানমন্ত্রী।

উপজেলায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরন ও সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে উপজেলায় প্রতিদিনই আসা যাওয়া করছেন কেন্দ্রীয় নেতারা

এদিকে সফর উপলেক্ষে প্রশাসন থেকেও গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে হাওরবাসীর মাঝে দেখা দিয়েছে নতুন আশা।

https://youtu.be/i1zcgoKsZjo


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি