ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মুজিবনগরে বিদ্যুৎপৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১১, ১৫ নভেম্বর ২০২০

মেহেরপুরের মুজিবনগরে বিদ্যুৎপৃষ্টে তুহিন (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার বাগোয়ন ইউনিয়নের মানিকনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

তুহিন ওই গ্রামের আব্দুল জাব্বারের একমাত্র ছেলে ও মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, তুহিন মেধাবী ও কর্মঠ একজন ছেলে। লেখাপড়ার পাশাপাশি নানা ধরনের কাজ করে বাবাকে সহায়তা করত। রোববার সকালে জমিতে জৈবসার পাওয়ার ট্রলিতে উঠানোর সময় মাথার ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এআই//আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি