ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেনাপোলে ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৭, ১৫ নভেম্বর ২০২০ | আপডেট: ১৬:৫৮, ১৫ নভেম্বর ২০২০

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ১৪৬৪ বোতাল ভারতীয় ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার (১৫ নভেম্বর) বেলা ১২টার সময় বেনাপোল সীমান্তেরর সাদীপুর গ্রাম ও শিকড়ি এলাকা থেকে এ ফেনসিডিলের চালান দুইটি আটক করা হয়। 

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের কাশেমের ছেলে মিজান (২৯), একই এলাকার আফছার গাজীর ছেলে জাহিদুল ইসলাম (২০), বড় আঁচড়া গ্রামের মৃত সিরাজ খালাসীর ছেলে আলী মোহন (২৭) ও শিকড়ি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা জানান, ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিলের চালান আসছে বাংলাদেশে এমন গোপন সংবাদে বেনাপোল চেকপোস্ট আইসিপিতে কর্মরত নায়েক মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। বেনাপোল সীমান্তের সাদীপুর গ্রামের গলাচিপা পোস্ট এলাকায় অভিযান কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বস্তা মাথায় বাংলাদেশে প্রবেশ করছে। উক্ত ব্যক্তিগুলো টহলদলের নিয়ন্ত্রনের মধ্যে আসলে তাদেরকে টহলদল কর্তৃক চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা তাদের মাথায় থাকা বস্তাগুলো ফেলে পালানোর চেষ্টা করে। 

এসময় টহল দল সাতটি বস্তায় থাকায় ১৩৯৪ বোতল ফেনসিডিলসহ মিজান, মোহন ও জাহিদুরকে আটক করা হয়। অপরদিকে, শিকড়ি সীমান্তের মাঠের মধ্যে থেকে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ মিজানুরকে আটক করা হয়। 

আটককৃত ফেনসিডিলের সিজার মূল্য ৫ লাখ ৮৫ হাজার ৬ শ‘ টাকা। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি