ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৈকতের আনন্দ উপভোগ করা হলো না তমালের

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০০, ১৫ নভেম্বর ২০২০ | আপডেট: ১৮:০৯, ১৫ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

আনন্দ ভ্রমণে যাওয়ার পথে মাইক্রোবাসের চাপায় মৃত্যু হয়েছে তমাল মন্ডল (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর। শনিবার (১৪ নভেম্বর) রাতে কুয়াকাটা সাগর সৈকতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তমাল মন্ডল বাউফলের কাছিপাড়া আব্দুর রশিদ চুন্নু মিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। সে উপজেলার বাহেচর গ্রামের মন্টু মন্ডলের ছেলে। 

জানা যায়, শনিবার রাতে একই মোটরসাইকেলযোগে উজ্জ্বল ব্যাপারী ও শুভ বিশ্বাস নামে অপর দুই বন্ধুর সঙ্গে মিলে কুয়াকাটা সাগর সৈকতে আনন্দ ভ্রমণে যাওয়ার পথে মহাসড়কের আমতলী বাজার এলাকায় একটি গাড়িকে ওভারটেকিংয়ের সময় পেছন থেকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায় তমাল।

উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোসা. মরিয়ম বেগম নিশু এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি