ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাছ ধরতে গিয়ে সাঙ্গুতে ডুবে প্রাণ গেল তরুণের

সাতকানিয়া সংবাদদাতা

প্রকাশিত : ১৮:১৮, ১৫ নভেম্বর ২০২০

চট্টগ্রামের সাতকানিয়ার সাঙ্গু নদীতে মাছ ধরতে নেমে ডুবে গিয়ে মো. রাকিব (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার বাজালিয়া মাহালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব ওই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের আবদুর রহিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. মাহবুবুল আলম। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে- সাঙ্গু নদীতে জাল দিয়ে মাছ ধরছিল রাকিব। একপর্যায়ে নদীতে পড়ে ডুবে যায় সে। স্থানীয়রা তাকে ডুবতে দেখে সরকারি জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে জানালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর দেড়টার দিকে এসে উদ্ধার অভিযান চালায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করলে স্থানীয়রা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি