ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

পাওয়ার ট্রলির ধাক্কায় কিশোরীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৪, ১৫ নভেম্বর ২০২০

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে একটি পাওয়ার ট্রলির ধাক্কায় সাথী রাণী (১১) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার তালপুকুর বাজারের পশ্চিম পাশের রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, আজ সকালে উপজেলার তালপুকুর বাজারের পশ্চিম পাশের রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে পাওয়ার ট্রলি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে মেডিকেলে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাথী রাণীকে মৃত ঘোষণা করেন। 

নিহত সাথী রাণীই ছিল চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউপি'র দুর্গাডাঙ্গা গ্রামের মহিদ্রনাথ রায়ের একমাত্র মেয়ে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি