ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২ লাখ টাকা ও সরঞ্জামসহ ৩২ জুয়াড়ি গ্রেফতার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৭, ১৫ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে ৩২ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের করচমারিয়া সবুজ সংঘ ক্লাব থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় নগদ ২ লাখ ৩ হাজার ২৯৮ টাকা ও জুয়া খেলার ৭ সেট তাস উদ্ধার করা হয়।

পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে উপজেলার করচমারিয়া গ্রামের সবুজ সংঘ ক্লাবে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নগদ ২ লক্ষাধিক টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৩২ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি