ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিংড়ায় ৩২ জুয়ারি আটক,দুই লাখ টাকাসহ জুয়ার সরঞ্জাম উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৪, ১৫ নভেম্বর ২০২০

নাটোরের সিংড়ায় ৩২ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের করচমারিয়া সবুজ সংঘ ক্লাব থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় নগদ ২ লাখ ৩ হাজার ২৯৮ টাকা ও জুয়া খেলার ৭ সেট তাস উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মদ্যরাতে উপজেলার করচমারিয়া গ্রামের সবুজ সংঘ ক্লাবে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নগদ ২ লক্ষাধিক টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৩২ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি