ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় ১ জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:২০, ১৬ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ধাক্কায় ১ জনের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার লাশ সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কামারখন্দ থানা পুলিশ ও কামারখন্দের জামতৈল স্টেশন মাষ্টার আবু হান্নান জানান, রোববার (১৬ নভেম্বর) গভীর রাতে যাত্রীবাহী লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে লালমনিরহাট যাবার পথে জামতৈল কোবাদ শেখের মোড় পৌঁছলে ট্রেন লাইনের উপর দিয়ে হাঁটা পথে ওই ব্যক্তি ধাক্কা খায়। তখন টহলরত পুলিশ তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা খারাপ হলে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেবার পথে তিনি মারা যান।
এএইচ/এসএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি