ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মবিরতি

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৬, ১৬ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে জয়পুরহাট জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে কর্মরত কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতি (বাকাসস) ডাকে রোববার থেকে এ কর্মসূচি পালন করা হচ্ছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে সমিতির জয়পুরহাট শাখার নেতারা জানিয়েছেন।

আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে দশটা থেকে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা তাদের দাবি-দাওয়া সম্বলিত ব্যানার টাঙিয়ে বসে যান।
 
বাকাসস জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও স্থানীয় সরকার শাখার প্রধান সহকারী নজরুল ইসলাম  বলেন, মাঠ পর্যায়ে বিভাগীয় কশিনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত কর্মচারীদের গ্রেড (১১-১৬) রয়েছে। আমরা পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবি জানিয়ে আসছি। এ দাবিতে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী দ্বিতীয় দিনের মতো কর্ম বিরতি চলছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মবিরতি পালন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি