ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নওগাঁয় ২টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৩, ১৬ নভেম্বর ২০২০ | আপডেট: ১৭:০৫, ১৬ নভেম্বর ২০২০

নওগাঁয় সদর উপজেলায় ৪ কোটি ২২ লাখ টাকা ব্যায়ে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ও একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দুটি নির্মাণ কাজের ভিত্তি ফলক উম্মোচন করেন। 

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃজ্ঞ সাহা, জেলা শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, আ,লীগ নেতা স্বপন কুমার মন্ডল, ডিএম মনিরুল ইসলাম মিন্টুসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

নওগাঁ প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে ৩ কোটি টাকা ব্যায়ে মল্লিকপুর এমএ,জে,বি পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবন ও ১ কোটি ২২ লাখ টাকা ব্যায়ে কাইউম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরে প্রধান অতিথি স্কুল চত্বরে বৃক্ষরোপন করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি