ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

ঢাকা-বরিশাল রুটে লঞ্চের ছাদে যুবককে কুপিয়ে হত্যা

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৩৩, ১৭ নভেম্বর ২০২০

ঢাকা-বরিশাল রুটের বিলাশবহুল লঞ্চ এভি সুন্দরবন-১১’র  ছাদে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। লঞ্চটি আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে বরিশালে এসে পৌঁছায়। 

লঞ্চ কর্তৃপক্ষ, দায়িত্বে থাকা আনসার ও নৌ পুলিশ জানায়, লঞ্চটি ঘাটে ভেরার পরে যাত্রী নামিয়ে দিয়ে ভোর ৬টার দিকে লঞ্চ ধোয়া মোছার কাজ শুরু করে লঞ্চ স্টাফরা। এ সময় তারা ছাদে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সুপারভাইজার ও সিকিউরিটিকে খবর দেন। পরে নৌ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে।’
 
লঞ্চের সুপারভাইজার জানান, ‘ছাদে যাত্রী ওঠা নিষেধ। এজন্য ছাদে ওঠার গেটও বন্ধ রাখা হয়। কিন্তু এই যুবক কিভাবে ছাদে উঠলো তা জানা যায়নি।’

পুলিশ জানিয়েছে, ‘যুবকের পেটে ছুড়িকাঘাত করা হয়েছে। এতে তার পেট ফেড়ে ভুড়ি বেরিয়ে গেছে। যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। কে বা কারা হত্যা করেছে তার ক্লু উদঘাটন হয়নি। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তদন্তে বাকি তথ্য জানা যাবে।’
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি