ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে চিংড়ি চাষীদের উৎসাহ ভাতা প্রদান

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৬, ১৭ নভেম্বর ২০২০

বাগেরহাটের ফকিরহাটে চিংড়ি চাষীদের মেন্টরিং ও উৎসাহ ভাতা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে নবলোক পরিষদের বাস্তবায়নে পিএসিই প্রকল্পের আওতায় ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে ৭৮ জন চাষীকে এই ভাতা প্রদান করা হয়।

 ভাতা প্রদান অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন, পিকেএসফ এর সিনিয়র মহাব্যবস্থাপক ও পিএসি প্রকল্পের সমন্বয়কারী ডঃ আকন্দ মোঃ রফিকুল ইসলাম। 

এসময় আরও উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান, নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল, প্রকল্প ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমানসহ আরও অনেকে। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি