ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে নিখোঁজ ঠিকাদারের লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:১৩, ১৮ নভেম্বর ২০২০

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকা থেকে নিখোঁজের একদিন পর মোস্তফা হাওলাদার নামে এক ঠিকাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মোস্তফা কুমিল্লার লাকসাম উপজেলার পুরিয়া গ্রামের হাসমত আলীর ছেলে ও ডিপ টিউবয়েলের ঠিকাদার। 

পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আশেক ইমরান জানান, ‘গতকাল সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেননি মোস্তফা। আজ সকালে গলাচিপা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি