ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ১৮ মে ২০১৭ | আপডেট: ১৩:২১, ১৮ মে ২০১৭

ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাহাদুরপুরে দু-পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, কদিন আগে বাহাদুরপুর গ্রামের সারং বাড়ি ও মেরাসানি বাড়ির যুবকদের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় সারং বাড়ির দল বিজয়ী হলে উত্তেজনা দেখা দেয়। এরই জের ধরে গতকাল বিকেলে সারেং বাড়ির খাইরুলের সাথে মেরাসারি বাড়ির জাকির ও সোহাগের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের উপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট মহসড়কে প্রায় আধা ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।



Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি