ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সলঙ্গায় ইভটিজিংয়ের দায়ে কাপড় ব্যবসায়ীর ৩ মাসের সাজা

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫০, ১৮ নভেম্বর ২০২০

সিরাজগঞ্জের সলঙ্গায় ইভটিজিংয়ের দায়ে এক কাপড় ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত অনুকূল চন্দ্র (৪৯) উল্লাপাড়ার চর কাওয়াকের মৃত অবনী ভূষন পালের ছেলে। 

র‌্যাব- ১২ এর সহকারী পরিচালক মহিউদ্দিন মিরাজ জানান, মঙ্গলবার সকালে এক নারী শ্রী অনুকূল চন্দ্রের দোকান থেকে কাপড় কেনার সময় ইভটিজিংয়ের শিকার হয়ে র‌্যাবের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রায়গঞ্জ) মো. রাজিবুল আলম ঘটনাস্থলে হাজির হয়ে অভিযান চালায়। 

এ সময় অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাপড় ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।   
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি