ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মাস্ক না পরায় বিজয়নগরে ১৫ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৪, ১৮ নভেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি নির্দেশনা অমান্য করে নাকে-মুখে মাস্ক না পরার অপরাধে ১৫ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ দণ্ড দেন।

এদিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মুখে মাস্ক না পড়ার অপরাধে ১৫ জনকে ৪ হাজার ৮ শত টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। 

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুবুর রহমান বলেন- সরকারি নির্দেশনা অমান্য করে মুখে মাস্ক না পরার অপরাধে ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ ভঙ্গ করায় ১৫ জনকে ১৫টি মামলায় ৪ হাজার ৮শ টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন। তিনি বলেন, জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি