ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৯, ১৮ নভেম্বর ২০২০ | আপডেট: ১৭:০৭, ১৮ নভেম্বর ২০২০

চুয়াডাঙ্গা রেল স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ শাহীন (৪০) নামের শ্রবণপ্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শাহীন শহরের হকপাড়ার মঙ্গল শেখের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন।

বুধবার বেলা ২টার দিকে খুলনা থেকে চিলাহাটীগামী আপ রকেট মেইল ট্রেনে কাটা পড়েন তিনি। 

চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, দুপুরে চিলাহাটীগামী রকেট ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশনে প্রবেশের আগে হকপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হন মোহাম্মদ শাহীন।

স্থানীয়দের বরাত দিয়ে স্টেশন মাস্টার জানান, নিহত শাহীন শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। তিনি বাড়ি অদূরের একটি টিউবয়েলে গোসল শেষে রেললাইনের উপর দিয়ে বাড়ি ফিরছিলেন।
 
জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি