ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কলারোয়ায় পুলিশি অভিযানে হাইড্রোলিক হর্ন অপসারণ

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ 

প্রকাশিত : ১৮:১১, ১৮ নভেম্বর ২০২০ | আপডেট: ১৮:১২, ১৮ নভেম্বর ২০২০

কলারোয়া থানা পুলিশের অভিযানে শব্দ দূষণ প্রতিরোধে হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়েছে। বুধবার (১৮নভেন্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর-সাতক্ষীরা মহসড়কে পৌর সদরের শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কলারোয়া থানার সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পালের নেতৃত্বে পুলিশ সদস্যদের সহায়তায় অভিযানকালে যাত্রিবাহী বাস, পণ্য পরিবহনে ছোট-বড় ট্রাক ও কাভার্ড ভ্যানসহ প্রায় অর্ধশতাধিক গাড়ীর উচ্চ শব্দ দূষণ প্রতিরোধে হাইড্রোলিক হর্ণ অপসারন করা হয়। 

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির বলেন, হাইড্রোলিক হর্ন শব্দ ছড়ায় ও শ্রবণের জন্য ক্ষতিকর বলে উচ্চ শব্দ দূষণ প্রতিরোধে গাড়ি থেকে এ ধরণের হর্ন অপসারণ করা হয়েছে। তিনি আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি