ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেলকুচিতে বাস চাপায় নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫২, ১৮ নভেম্বর ২০২০

সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছে। আহত আরেকজনকে আশংকাজনক অবস্হায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামের হাকিম মন্ডলের ছেলে সবুজ মন্ডল(২৭) ও কুদ্দুস মুন্সির ছেলে হযরত আলী( ২৪)। আহত একই গ্রামের সোনাউল্লাহ্'র ছেলে ফরহাদ আহম্মেদ(২৪)। 

বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, বুধবার সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার (এমপি) রোডে এনায়েতপুর থেকে সিরাজগঞ্জ গামী সবুজ বাংলা বাসটি বিপরিত থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থথলেই মোটরসাইকেল আরোহী ২ জন নিহত এবং আরও ১ জন গুরুতর আহত হয়। পরে পুলিশ হতাহতদের উদ্ধার করে আহত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে প্রেরণ করে। 

এরপর পুলিশ ঘাতক বাসটি জব্দ করে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি