ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে ২ শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৬, ১৮ নভেম্বর ২০২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাত বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে কামাল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযুক্তকে ওই বৃদ্ধকে জালকুড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

এঘটনায় বুধবার সকালে এক শিশুর পিতা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।
গ্রেপ্তারকৃত কামাল হোসেন সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া হাই স্কুল সংলগ্ন এলাকার মৃত কমর আলীর ছেলে। 

মামলায় শিশুর পরিবার জানায়, গত এক সপ্তাহ আগে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অভিযুক্ত কামাল হোসেন প্রথমে তাঁর সৎ ছেলের সাত বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণ করে। পরে প্রতিবেশি আরেক শিশুকেও কামাল ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে মঙ্গলবার রাতে ওই দুই শিশুর পরিবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুল ফারুক জানান, দুই শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এক শিশু অভিযুক্ত কামাল হোসেনের সৎ ছেলের শিশুকন্যা। শিশুটির পিতা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ধর্ষণের ঘটনায় কামাল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে আসামীকে কারাগারে প্রেরণ করেছেন।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি