ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৮, ১৯ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

জেলার রাণীশংকৈলে নমী রানী রায় (২০) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার উদিসা-লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নমী রানী ঐ গ্রামের ধীরেন চন্দ্র রায়ের মেয়ে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নমী রানী তার নিজের শোবার ঘরের একটি শরে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে ফাঁস লাগায়। তার বড় ভাই নন্দ রাম এ দৃশ্য দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে গিয়ে নমী রানীর মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহত নমী রানী দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলো বলেই জানায় পরিবারের লোকজন।
 
রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনও রকম অভিযোগ না থাকায় এডিএম মহোদয়ের অনুমতি সাপেক্ষে মরদেহ দাহ করার সিদ্ধান্ত হয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি