ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পান চাওয়াকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে জখম

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৪, ১৯ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ায় পান চাওয়াকে কেন্দ্র করে আয়জুদ্দিন (৩৫) নামে এক নিরহ যুবককে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেছে নয়ন হোসেন নামে এক মুদি দোকানি। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে কলারোয়া থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। 

ঘটনার বিবরণে জানা গেছে- উপজেলার কাঁদপুর গ্রামের মৃত অহেদ আলী সরদারের ছেলে আয়জুদ্দিন একই গ্রামের ফাটা মনিরের ছেলে নয়ন হোসেনের দোকানে পান কিনতে যান। বার বার পান চাওয়া হলেও নয়ন তাকে পাত্তা না দেয় না। পরে পার্শ্ববর্তী সালাউদ্দিনের দোকানের সামনে এসে দাঁড়ানো মাত্রই নয়ন পিছন থেকে এসে কোনও কারণ ছাড়াই এলোপাতাড়ি পিটিয়ে জখম করে এবং আয়জুদ্দিনের কাছ থেকে নগদ ২৫ শত টাকা ও একটি উইনস্টার ফোনও কেড়ে নেয়। 

এসময় আয়জুদ্দিনের ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে নয়ন পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আয়জুদ্দিনকে এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করে দেয়। 

এ ঘটনা উল্লেখ করে আহতের বড় ভাই সোহরাব হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় নয়ন হোসেনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি