ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পুলিশের সামনেই বাবা-মাকে মারধর করে টাকা ছিনিয়ে নিল মেয়ে

বরগুনা প্রতিনিধি 

প্রকাশিত : ১১:২৩, ২০ নভেম্বর ২০২০ | আপডেট: ১১:২৯, ২০ নভেম্বর ২০২০

অভিযুক্ত সীমা আক্তার ও তার স্বামী হাফিজুর রহমান

অভিযুক্ত সীমা আক্তার ও তার স্বামী হাফিজুর রহমান

পেনশনের টাকার জন্য বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে ডেকে মা-বাবাকে মারধর করে ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে মেয়ে। সাথে থাকা জামাতাও তার শ্বশুর-শাশুড়িকে মেরে আহত করেছেন। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ডিবি পুলিশের দুজন কর্মকর্তা ও কয়েকজন সদস্যের উপস্থিতিতে মারধরের ওই ঘটনা ঘটে। আহত বাবা-মাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকার বাসিন্দা আবদুস সোবাহান ও তার স্ত্রী জাহানারা বেগম।

আবদুস সোবাহানের ছেলে জসীম উদ্দীন জানান, ‘তার বাবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন। ২০১৬ সালের জুন মাসে চাকরির মেয়াদ শেষে তিনি অবসরে যান। ২০১৭ সালে পেনশনের টাকা উত্তোলন করে ডাক বিভাগে ফিক্সড ডিপোজিট করে রাখেন। পেনশনের টাকা পাওয়ার পর থেকেই তার বোন সীমা আক্তার এক লাখ টাকা দাবি করতে থাকেন এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাবাকে হয়রানি করতে শুরু করেন।’

এ নিয়ে সৃষ্ট পারিবারিক দন্দ্বেই এমন ঘটনা ঘটেছে।
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি