ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

নাটোরে পাঁচ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৬, ২১ নভেম্বর ২০২০

পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদসহ ৫ দফা দাবিতে নাটোরে সমাবেশ করেছে আখচাষী ও শ্রমিক-কর্মচারীরা। আজ শনিবার সকালে নাটোর চিনিকলের প্রধান গেটের সামনে অনুষ্ঠিত সমাবেশে চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ রহমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মনছুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান, সাবেক সভাপতি আতাউর রহমান, সাবেক সেক্রেটারী সাইফুল ইসলাম, সুজাউল মতিন, আখ চাষী ফেডারেমনের সিনিয়র সহ-সভাপতি মসলেম উদ্দিন, সেক্রেটারি ময়েজ উদ্দিন প্রমুখ। 

বক্তারা শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ভাতা ও আখ চাষীদের বকেয়া পরিশোধসহ দ্রুত সময়ের মধ্যে মিল চালুর দাবি জানান। এছাড়া চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয়া হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

এআই// 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি