ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ২১ নভেম্বর ২০২০

গাজীপুর সিটি করপোরেশনের দিঘির চালা এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

খবর পেয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ডিসি ইলতুৎ মিশ, বাসন থানার ওসি মো. রফিকুল ইসলাম এবং গাজীপুর পিবিআই সদস্যরা ঘটনাস্থলে যান।

বাসন থানার থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ‘সকাল সোয়া ৮টার দিকে স্থানীয়দের খবর পেয়ে দিঘির চালা এলাকার সেবা হাসপাতালের পেছন থেকে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার  পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরনে কালো গেঞ্জি, কালো প্যান্ট ও  বাম পায়ে কেডস রয়েছে।’

তিনি আরও জানান, ‘অজ্ঞাত ওই যুবকের পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। নিহতের হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ভোটার আইডির তথ্য দেখে পরিচয় মেলানোর চেষ্টা চলছে। কে বা কারা তাকে হত্যার পর ওই স্থানে ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি