ঢাকা, সোমবার   ২৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি

হাজারো নেতাকর্মী নিয়ে সীতাকুণ্ড ছাত্রলীগের আনন্দ মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০২, ২১ নভেম্বর ২০২০ | আপডেট: ২৩:০৬, ২১ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে শিহাব উদ্দিনকে সভাপতি ও এস.এম রিয়াদ জিলানীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় হাজারো নেতাকর্মী নিয়ে বিশাল আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ। মিছিল শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান কমিটির নবনির্বাচিত নেতাকর্মীরা।

শনিবার (২১ নভেম্বর) বিকালে পৌরসভার উত্তর বাজার থেকে উক্ত মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। এসময় সংক্ষিপ্ত এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক এস.এম রিয়াদ জিলানী।

বক্তব্য রাখেন যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান জীবন, সাংগঠনিক সম্পাদক অমল দেবনাথ, সাবেক ছাত্রনেতা সামি আল মুজতবা শুভ, জাহেদ আল ফয়সাল, সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রানা, পৌরসভা ছাত্রলীগের সভাপতি বাবুল, সাংগঠনিক সম্পাদক আশরাফ শোভন, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান, সাধারন সম্পাদক বাপ্পি, বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনহাজ, সাধারন সম্পাদক নিশাত, বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল, সাধারন সম্পাদক আদিল, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিপু, সাধারন সম্পাদক মিল্কি সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজিম, সাধারন সম্পাদক নাইম, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন, সাধারন সম্পাদক সাইফুল, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রহমান।

প্রসঙ্গত, গত মঙ্গলবার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ছাত্রলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে সীতাকুণ্ড  উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়। এতে শিহাব উদ্দিনকে সভাপতি ও এস এম রিয়াদ জিলানীকে সাধারণ সম্পাদক করা হয়।

টিআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি