ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ট্রাক্টরের ধাক্কায় পল্লী বিদ্যুৎ পরিচালকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৪, ২১ নভেম্বর ২০২০

জয়পুরহাটের পৌর শহরের পিডিবি এলাকায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় ফারুক হোসেন (৫৫) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২১ নভেম্বর) বিকেলে জয়পুরহাট-মঙ্গলবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফারুক হোসেন জয়পুরহাট সদর উপজেলার বিল্লাহ গ্রামের বাসিন্দা এবং জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ৬নং এলাকার পরিচালক ছিলেন। 

ওসি আলমগীর জাহান জানান, শনিবার দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের কাজ শেষে ফারুক হোসেন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় পিডিবি এলাকায় পৌঁছলে বিপরীতমুখী বালুবাহী ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি