ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১ 

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫০, ২১ নভেম্বর ২০২০

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় ইয়ারুল ইসলাম (৩০) নামের এক আলগামন চালক নিহত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে গাংনী-কাথুলী সড়কে কালিগাংনী কলোনী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ারুল ইসলাম সদর উপজেলার কালিগাংনী গ্রামের ছমির উদ্দীনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক গাংনী থেকে সবজি লোড করতে কাথুলী এলাকায় যাচ্ছিল। এসময় ইয়ারুল ইসলাম নওয়াপাড়া বাজার থেকে স্যালো ইঞ্জিন চালিত আলগামনে যাত্রী নিয়ে ট্রাকের পিছন পিছন কাথুলী এলাকায় যাওয়ার পথে সদর উপজেলার কালিগাংনী কলোনীপাড়ায় ট্রাকের সাথে ধাক্কা লেগে আলগামন উল্টে গিয়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তরুরাজ বলেন, হাসপাতালে নেওয়ার পূর্বেই ইয়ারুল ইসলামের মৃত্যু হয়েছে। 

মেহেরপুর সদর থানার ওসি শাহ মো. দ্বারা খাঁন জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়রা ট্রাকটিকে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি