ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

বরগুনায় কিশোরী ধর্ষণের অভিযোগে ভণ্ড কবিরাজ গ্রেফতার

বরগুনা প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৩৭, ২২ নভেম্বর ২০২০

বরগুনার আমতলীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মনসুর আলী সিকদার (২৮) নামে এক ভণ্ড কবিরাজকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২১ নভেম্বর) রাতে আমতলীর মাজার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিকদার বরগুনার আমতলী উপজেলার কাঠালিয়া কুলুরচর গ্রামের আবদুর রব সিকদারের ছেলে। 

এ ব্যাপারে র‌্যাব-৮ বরগুনা-পটুয়াখালীর কোম্পানী অধিনায়ক মো. রবিউল ইসলাম জানিয়েছেন, ‘গ্রেফতারকৃত কবিরাজ মনসুর আলী সিকদার পটুয়াখালীর গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রামের ওই কিশোরীর মায়ের চিকিৎসা করেছেন। এক পর্যায়ে কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে চলতি বছরের ২৮ মার্চ বাড়িতে নিয়ে ২ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে গত ১৬ নভেম্বর আবারও কিশোরীকে অপহরণ করে আমতলী পৌরসভার সোবাহানের বাসায় ২ দিন আটকে রেখে ধর্ষণ করে। দুদিন পরে কিশোরীকে তার বড় বোন ওই বাসা থেকে উদ্ধার করে। পরে ওই কিশোরী পটুয়াখালীর র‌্যাব-৮ এর অধিনায়কের কাছে অভিযোগ করলে গতরাতে তাকে গ্রেফতার করা হয়।’

আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার জানিয়েছেন, ‘ভণ্ড কবিরাজকে থানায় সোপর্দ করার পরে কিশোরীর বড় বোন বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।’
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি