ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

গাংনীতে পাখিভ্যানের ধাক্কায় ৩ বছরের শিশু নিহত 

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:১২, ২২ নভেম্বর ২০২০

মেহেরপুরের গাংনীতে পাখিভ্যানের ধাক্কায় হুজাইফা ইসলাম নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে গাংনী-সাহারবাটি সড়কের চৌগাছা পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হুজাইফা নুরবাগ এতিমখানার পরিচালক ও স্থানীয় মসজিদের ইমাম শফিকুল ইসলামের ছেলে।
  
প্রত্যক্ষদর্শীরা জানান, হুজাইফা তাদের বাড়ি সংলগ্ন রাস্তার পাশে খেলছিল। অসাবধানতাবশত রাস্তা পার হওয়ার সময় সাহারবাটি এলাকা থেকে একটি যাত্রীবাহী পাখিভ্যান গাংনীতে যাওয়ার পথে শিশু হুজাইফাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. বিডি দাশ তাকে মৃত ঘোষণা করেন।

হুজাইফার বাবা স্থানীয় নুরবাগ এতিমখানার পরিচালক ও স্থানীয় মসজিদের ইমাম। তিনি দীর্ঘদিন যাবৎ চৌগাছা পশ্চিমপাড়ায় বসবাস করে আসছেন। তাদের গ্রামের বাড়ি সাতক্ষীরায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওবাইদুর রহমান জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি