ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মিরসরাইয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু 

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা 

প্রকাশিত : ১৫:১৮, ২২ নভেম্বর ২০২০

চট্টগ্রামের মিরসরাইয়ে পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত আরাফ ইছাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদ হোসেনের ছেলে। একমাত্র শিশু সন্তানকে হারিয়ে তার ঘরে এখন শোকের মাতম। 

পরিবার সূত্রে জানা যায়, সকাল থেকে বাবা-মায়ের সাথেই ছিল দেড় বছরের শিশু আরাফ। মায়ের চোখ ফাঁকি দিয়ে একা খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। কোন আত্মীয় হয়তো নিয়ে গেছেন, এমন ধারণা করে নিজের মতো করে অন্যান্য কাজ করছিলেন মা। সকাল ৯টা থেকে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পুকুরে ভেসে উঠতে দেখেন আরাফের মরদেহ। মুহূর্তে পরিবেশ ভারি হয়ে ওঠে।’
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি