ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে করোনা সচেতনতায় মাস্ক ও লিফলেট বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫১, ২২ নভেম্বর ২০২০

জয়পুরহাটে করোনার প্রকোপ মোকাবিলায় অধিক জনসচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ রোববার দুপুরে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে জনসাধারণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। 

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হাক্কানী, জেলা আওয়ামী লীগ নেতা নন্দলাল পার্শী, শেখর মজুমদার, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা প্রমুখ।

প্রধানমন্ত্রীর ঘোষণা ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি সবাইকে মেনে চলার আহ্বান জানান প্রশাসনের কর্মকর্তারা। 
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি