ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাপায় চালকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:০২, ২২ নভেম্বর ২০২০

ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম গিলাবাড়ী মসজিদের সামনে খাদে উল্টেপড়া একটি ট্রাক্টরের চাপায় রুবেল (৩২) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। 

শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল গিলাবাড়ী দিদারপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

জানা যায়, ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা মাটি ভর্তি একটি পাওয়ার ট্রলিকে সাইড দিতে গিয়ে দ্রুতগতিতে চলা অপর একটি মাহেন্দ্র ট্রাক্টর রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এতে ট্রাক্টর চালক রুবেল ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। 

স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুরে রেফার্ড করা হয় এবং রংপুরে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি