ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিবপুরে পিকআপভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৬, ২২ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নরসিংদীর শিবপুরে পিকআপভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার(২২ নভেম্বর) দুপুরে শিবপুর উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের কুমরাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলী হোসেন(২০) শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের গোড়ারগাঁও গ্রামের নূরুল হকের ছেলে এবং ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় একটি মিষ্টির দোকানে কর্মরত ছিলেন। শিবপুর মডেল থানার পরিদর্শক(তদন্ত) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীরা জানান, শিবপুর থেকে মোটরসাইকেলে করে ইটাখোলায় ফিরছিলেন আলী হোসেন। এসময় কুমরাদী এলাকায় পৌছলে বিপরিত দিক থেকে আসা পিকাপভ্যানটি আরেকটি একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলী হোসেন নিহত হয়। 
 
খবর পেয়ে শিবপুর মডেল থানা ও ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে। এসময় পিকাআপভ্যানটি আটক হলেও চালক পালিয়ে যায়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি