ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে বিজিবি’র বার্ষিক কুস্তি প্রতিযোগীতা সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ১৮ মে ২০১৭ | আপডেট: ১৮:০৩, ১৮ মে ২০১৭

চট্টগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র বার্ষিক কুস্তি প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে।
সকালে নগরীর হালিশহর আঞ্চলিক সদর দপ্তরে প্রতিযোগীতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিজিবির বিভিন্ন রিজিয়নের প্রতিযোগীরা অংশ নেন। এবার একক ইভেন্টে সিপাহী রুবেল আলী শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং ল্যান্স নায়েক শেখ জসীম উদ্দীন সেরা খেলোয়াড় বিবেচিত হন। এছাড়া দলীয় পর্যায়ে দক্ষিণ-পূর্ব রিজিয়ন চ্যাম্পিয়ন এবং উত্তর-পশ্চিম রিজিয়ন রানার আপ হয়। পরে আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি