ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:০১, ২২ নভেম্বর ২০২০

জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রামে মিনি ট্রাকের ধাক্কায় আসিফ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আসিফ জেলার ক্ষেতলাল উপজেলার তিলাবদুল তালশন গ্রামের নাসির উদ্দীনের ছেলে।  

স্থানীয়রা জানান, শিশু আসিফ জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামের বাসিন্দা তার খালার বাড়ি থেকে নানীর সঙ্গে ব্যাটারিচালিত একটি যাত্রীবাহী অটোরিকশায় করে ক্ষেতলাল উপজেলায় নিজ বাড়িতে ফিরছিল। পথে কোমরগ্রাম এলাকায় পেছন দিক থেকে খড় বোঝাই একটি মিনি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। তবে দুর্ঘটনায় শিশুটির নানীসহ অন্য যাত্রীরা সামান্য আহত হয়েছেন।

জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) নৃপেন্দ্রনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি