ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল চাপায় পথচারী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৬, ২২ নভেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় মোটর সাইকেল চাপায় মোঃ রুহুল আমিন-(৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।  শনিবার রাতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা ব্রীজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন কোড্ডা গ্রামের আসকর আলীর ছেলে।

পুলিশ জানায়, আখাউড়া থেকে সদর উপজেলামুখী দ্রুতগতির একটি মোটরসাইকেল সদর উপজেলার কোড্ডা ব্রীজের কাছে পৌঁছে পথচারী রুহুল আমীনকে চাপা দিলে ঘটনাস্থলেই রুহুল আমীন মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রুহুল আমীনের লাশ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমের বলেন, ঘাতক মোটর সাইকেলটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি