ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

স্বাস্থ্যবিধি মানছেন না নরসিংদীর মানুষ (ভিডিও)

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০২, ২৩ নভেম্বর ২০২০

শীত আসছে, বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। এ অবস্থায়ও স্বাস্থ্যবিধি মানছেন না নরসিংদীর মানুষ। স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের নানা কার্যক্রমকে তোয়াক্কা করছেন না তারা। এদিকে, করোনা চিকিৎসায় হাসপাতালে নেই পর্যাপ্ত আইসিইউ, সিসিইউ ও পিসিআর ল্যাব সুবিধা। ফলে দ্বিতীয় ঢেউ নিয়ে বেড়েছে শঙ্কা।

ঢাকার কাছের জেলা নরসিংদীতে ২২ লাখের বেশি মানুষের বসবাস। শীতের সাথে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চলতি নভেম্বর মাসে মাত্র ২০ দিনে ১০৭ জনসহ জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৭৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪৬ জন।

করোনা পরীক্ষার জন্য জেলায় এখনও স্থাপিত হয়নি পিসিআর ল্যাব। মুমূর্ষু রোগীদের জন্য নেই আইসিইউ ও সিসিইউ। এই অবস্থায়ও স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছেন না সাধারণ মানুষ।

মানুষের এমন অসচেতনতায় চিন্তিত সচেতন নাগরিকরা। করোনা হাসপাতালের মুখপাত্র জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের গাইড লাইন কাজে লাগানোর কথা।

এলাকাবাসীরা জানান, আমরা সাধারণ মানুষ, একজনের কারণে যেন ১শ’ জনের ক্ষতি না হয়। এখন যে ধূলাবাসীর অবস্থা তার ফলে এমনিতেই মাস্ক বাধ্যতামূলক হওয়া দরকার। স্বাস্থ্যবিধি মেনে চলতে পারলে এই মহামারীটা ক্ষতি করতে পারবে না।

নরসিংদী করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা এএনএম মিজানুর রহমান বলেন, এখন আমাদের কোভিড হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার ও অন্যান্য সরঞ্জাম আছে। আমরা কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে পারবো।

জেলা প্রশাসক জানালেন, লকডাউন না দিয়ে জীবনযাত্রা স্বাভাবিক রেখে দ্বিতীয় ঢেউ মোকাবেলার প্রস্তুতি নেয়া হয়েছে।

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, সরকারের কাছে এই ধরনের প্রস্তাবনা দিয়েছি যে, আমরা কোন লকডাউনে যাব না, আমরা কোন কিছু বন্ধকরণে যাব না, জীবন ও জীবিকার সমন্বয় করে আমরা দ্বিতীয় ঢেউয়ের মোকাবেলা করবো।

বর্তমানে প্রতিদিন অর্ধশতাধিক রোগী বুথে আসেন করোনা পরীক্ষার জন্য।

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি