ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

রেললাইনে আন্ডারপাস নির্মাণের দাবিতে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৯, ২৩ নভেম্বর ২০২০

নড়াইল সদর উপজেলার দত্তপাড়া বিল এলাকায় নির্মাণাধীন রেললাইনে আন্ডারপাস নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকায় শত শত নারী-পুরুষ ও শিশু-কিশোররা ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন দত্তপাড়া গ্রামের আব্দুল হান্নান, ইমদাদুল হক, ইকবাল শেখ, রুবেল শেখ, আয়শা বেগম, শেখ ফরিদসহ অনেকে।

বক্তারা বলেন, নড়াইলের দত্তপাড়া এলাকায় নির্মাণাধীন রেললাইনের উত্তরপাশে বিশাল বিল রয়েছে। এ বিল থেকে আমন ধান কেটে ঘরে তোলার প্রয়োজন হলেও রেললাইনে কোনো আন্ডারপাস না থাকায় এলাকার শত শত কৃষক ধান কাটতে পারছেন না। 

বিল থেকে অনেক উঁচুতে রেললাইন নির্মাণ করায় গরুরগাড়ি, ভ্যানযোগে অথবা মাথায় করে কৃষকেরা ধান বাড়িতে নিতে পারছেন না। এছাড়া রেললাইনের কারণে বিলসহ বসতবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। 

তাই দ্রুত আন্ডারপাস নির্মাণ করে বিল থেকে ধানসহ কৃষিপণ্য ঘরে তোলার সুব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন ভূক্তভোগীরা।

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি