ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জের ঘোড়জান ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩১, ২৩ নভেম্বর ২০২০

ত্রাণ বিতরণে অনিয়মের ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রমজান আলীকে সাময়িক বরখাস্ত করেছে এলজিআরডি মন্ত্রণালয়।

এ সংক্রান্ত একটি চিঠি রোববার (২২ নভেম্বর) বিকেলে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিনের দফতরে এসেছে। 

স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউপি চেয়ারম্যান রমজান আলীকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, করোনা সংকট মোকাবিলায় সরকারি চাল বিতরণ না করে নিজ দপ্তরে মজুদ করে রাখেন ইউপি চেয়ারম্যান রমজান আলী। এছাড়া তার বিরুদ্ধে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ত্রাণ ও ভিজিডির চাল বিতরণে অনিয়ম এবং নিয়ম বহির্ভূতভাবে ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে ভিজিডির চাল বিতরণসহ দায়িত্ব পালনে অবহেলার নানা অভিযোগ তদন্তে প্রমাণিত হয়।

এ কারণে স্থানীয় এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ অধিশাখা থেকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি