ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নলছিটিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩১, ২৩ নভেম্বর ২০২০

ঝালকাঠির নলছিটিতে মো. শাহাদাৎ মোল্লা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ২৭০ পিচ ই্য়াবাসহ গ্রেফতার করেছে র্যাব। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কামদাবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত মতিউর রহমান মোল্লার ছেলে।

র্যাব সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি টহল দল মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে উপজেলার কামদাবপুর গ্রামের শাহাদাতের বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা তাকে আটক করে। 

এসময় শাহাদাতের দেহ তল্লাশি করে ২৭০ পিচ ইয়াবা উদ্ধার করে র্যাব। রাতে তাকে নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে র্যাব-৮’র ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি