ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাজশাহী অফিস

প্রকাশিত : ১৬:০৭, ২৩ নভেম্বর ২০২০

রাজশাহীতে বোনের লাশ দাফন শেষে ফেরার পথে সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে নির্মমভাবে মারপিট করার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন করা হয়।

রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক সভাপতি ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মতিউর রহমান, রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোহম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান খান ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামানিক।

বক্তারা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের উপর হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নইলে সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি