ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি অফিসের কর্মচারীদের কর্মবিরতি 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত : ১৮:০৬, ২৩ নভেম্বর ২০২০

পদবি পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বাংলাদেশ কালেষ্টরেট সহকারী সমিতি (বাকাসস) সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। ৭তম দিনের অংশ হিসেবে আজ সোমবার উপজেলা ভূমি অফিসের কার্যালয়ে চলছে দিনব্যাপী এই কর্মবিরতি। 

কর্মবিরতিতে এসময় ভূমি অফিসের অফিস সহকারি অজিত চন্দ্র দাস, নিতাই চন্দ্র দাস, এম. এ.বি. ছিদ্দিকি, জারী কারক মো. ফরহাদ ভূইয়া, আবু বকরসহ অফিসের সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তারা দাবীতে বলেন, সচিবালয়ের ন্যায় অবিলম্বে পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের আদেশ জারী না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। একই কর্মসূচি সারা বাংলাদেশে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসসমূহেও পালিত হচ্ছে মর্মে জানা গেছে। তাদের এই কর্মবিরতি গত ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে শেষ হবে ৩০ নভেম্বর পর্যন্ত।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি