ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরের গাংনীতে বিনামূল্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ 

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:১৫, ২৩ নভেম্বর ২০২০

মেহেরপুর গাংনী উপজেলার ৮ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও ৩৫টি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবার মানবৃদ্ধি করতে বিনা মূল্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করেছে দি হাঙ্গার প্রজেক্ট।

সোমবার দুপুরে জাতীয় কন্যা-শিশু এ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ওই সব সরঞ্জাম বিতরণ করা হয়।  

সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. রিয়াজুল আলম ও হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী হেলাল উদ্দীন প্রমূখ।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি