ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় ট্রলি চাপায় মোটরসাইকেল চালক নিহত 

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ২৪ নভেম্বর ২০২০

কুষ্টিয়ার দৌলতপুরে স্যালো ইঞ্জিনচালিত ইটবোঝাই ট্রলির চাপায় মামুন (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রলি চালক শাওন (১৮)। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কল্যালপুর-মাজদিয়াড় সড়কের কল্যালপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন মরিচা ইউনিয়নের মাজদিয়াড় মুন্সিপাড়া গ্রামের মুছহাদ মুন্সির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ বাড়ি থেকে মামুন মোটরসাইকেলযোগে কল্যালপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিকে থেকে আসা একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে স্যালোইঞ্জিন চালিত ইটবোঝাই ট্রলির তলে চাপা পড়ে। এতে মামুন ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন ট্রলির চালক শাওন। তিনি মসলেমপুর গ্রামের সাদ্দাক হোসেনের ছেলে। 

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি