ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৩৭, ২৪ নভেম্বর ২০২০ | আপডেট: ২২:১১, ২৪ নভেম্বর ২০২০

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ঠাকুরগাঁও সদর উপজেলার তেলিপাড়া নামকস্থানে মঙ্গলবার বিকেলে দ্রুতগতির ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নাজু ইসলাম(৩২) নামে মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। 

নিহত নাজু ইসলামও পেশায় ট্রাক্টর চালক ছিল। সে উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর ডাঙ্গীপাড়া গ্রামের নুর জামালের ছেলে। 

প্রত্যক্ষদর্শীগণ জানান, একটি মাহেন্দ্র ট্রাক্টর ও একটি মোটরসাইকেল, উভয়ের চালক পাশাপাশি অবস্থান নিয়ে কথা বলতে বলতে ঠাকুরগাঁও পুরাতন বাস্স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে মোটরসাইকেলটি ট্রাক্টরের কাছে ভিড়ে। 

এসময় হঠাৎ ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের চালক তার বাহনসহ ট্ট্রাক্টরের চাকার নীচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর টাক্টরের চালক ট্রাক্টও ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় দমকলবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং সড়কের দুই পার্শ্বে যানজট স্বাভাবিক করে।

ঘটনাস্থলে থাকা সদর থানার এসআই নির্মল চন্দ্র জানান, ঘাতক ট্রাক্টরটি উদ্ধার করে থানায় রাখা হবে এবং একটি মামলা দায়ের করা হবে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি