ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৬, ২৫ নভেম্বর ২০২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে পৌর সদরের ইস্টার্ন ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নুর আলম (৫০) ৫নং ওসমানপুর ইউনিয়নের সাহেবপুর গ্রামের বাসিন্দা বলে জানাগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন নুর আলম। এ সময় দ্রুত বেগে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

দুর্ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ কর্মকর্তা এস আই বাবুল হোসেন খন্দকার সাংবাদিকদের জানান, ‘কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি