ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

স্বাস্থ্যবিধি না মানায় বরিশালে চার প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪১, ২৫ নভেম্বর ২০২০

বরিশালে ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে আজও অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নগরীর বিভিন্ন স্থানে ১১ ব্যক্তি ও চার প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার ৭শ’ টাকা জরিমানা করা করা হয়েছে। 

জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ ও নিরুপম মজুমদার পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করেন। 

এ সময় পথচারী ও গাাড়ির চালক যারা মাস্ক সঠিকভাবে ব্যবহার করছেন না বা মাস্ক বিহীন চলাচল করছেন তাদের অর্থদণ্ড দেয়া হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ ও নিরুপম মজুমদার বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকায় মানুষ সচেতন হচ্ছে। আর যারা একদম মাস্ক পড়ছেন না তাদের জরিমানা করা হচ্ছে।’ অভিযান চলমান থাকবে বলেও জানান তারা।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি