ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ধামইরহাটে ভটভটির চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৭, ২৫ নভেম্বর ২০২০

নওগাঁর ধামইরহাট উপজেলার বিহারীরগর নামক স্থানে বুধবার দুপুরে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফ সিদ্দিকী (২৫) নামে এক মোরসাইকলে আরোহী নিহত হয়েছে। নিহত আশরাপ উপজেলার সিঙ্গারুল গ্রামের  মৃত. ফজলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ওইদিন দুপুর দেড় টার দিকে ধামইরহাট থেকে পল্লী বিদ্যুতের বিল দিয়ে বাড়ী ফেরার পথে ঘটনাস্থলে মাছবোঝাই একটি ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষে আশরাফ সিদ্দিকীর মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ মোটরসাইকেল ও ভটভটিটি থানা হেফাজতে নেয়।

ধামইরহাট থানার ওসি আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থল থেকে ভটভটি আটক করলেও চালক পালিয়ে যায়।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি